হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এ আর রহমান

বিনোদন
নিজস্ব প্রতিবেদক
০২:৪৪:৫৭পিএম, ১৬ মার্চ, ২০২৫

হঠাৎ বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রবিবার সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।

সেখানেই শিল্পীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানানো হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবর, চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে এ আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে। আপাতত শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।