বিকেলে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, পরিসংখ্যানে এগিয়ে যে দল

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০৩:৪০:৩৩পিএম, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে দুই দলই জিতেছে প্রথম ম্যাচ। আফগানিস্তানকে নাকানিচুবানি খাইয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ইংলিশদের হতবাক করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। করাচিতে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে আফগানদের রুখে দেয় ২০৮ রানে। অন্যদিকে ইংলিশদের ৩৫১ রানের টার্গেটে খেলতে নেমে জশ ইংলিসের সেঞ্চুরির সুবাদে ইংরেজদের হারায় অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই ছিল সর্বোচ্চ রান তাড়ার নজির।

বড় জয়ে এককথা উড়ছে দুই দল। এই ম্যাচে যে দল জিতবে, সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণের সামনে আজ বিকেল ৩টায় রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হচ্ছে দুই দল। দুই সাবেক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এবারই প্রথম টুর্নামেন্টের ইতিহাসে মুখোমুখি হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে কখনো দেখা হয়নি তাদের।

পরিসংখ্যান এগিয়ে আছে যে দল:

দুই দল এখন পর্যন্ত ১১০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। কিন্তু এই প্রথম চ্যাম্পিয়নস লিগে পরস্পরের বিপক্ষে খেলবে। অথচ দুই দল ১৯৯৮ সালের প্রথম আসর থেকেই খেলছে চ্যাম্পিয়নস ট্রফিতে। দুই দলের লড়াইয়ে ৫৫ জয় নিয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জয় ৫১টি। ৩ ম্যাচ টাই হয়েছে এবং একটিতে ফল হয়নি।

ওয়ানডেতে দুদলের শেষ ১২ ম্যাচের নয়টিই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই এগিয়ে থাকায় অবশ্য আত্মতৃপ্তির ঢেঁকুর তুলছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার মারকাটারি ব্যাটিং দেখার পর স্বস্তিতে থাকার কথাও নয় তার। দক্ষিণ আফ্রিকা সতর্ক, অস্ট্রেলিয়াও নাছোড়বান্দা। পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ১২টি ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করেছে, তার মধ্যে মাত্র ২টিতে হেরেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল একটি। আজ তাই টসটি খুব গুরুত্বপূর্ণ দুদলের।